শুক্রবার, ৯ মে, ২০১৪

সাদাফের বয়ান............৪



কেউ খেলে তিন তাশের খেলা
কেউ তেরো তাশে মুখ ডুবায়
তুমি মজা লইলা শুধু
পাঁচ তাশের খেলায়
বিধি, পাঁচ তাশের খেলায় ।

তোমার খেলা বোঝা দায়
আমার পরান ধরপরায় ।

রিযিকের ম্যাজিক তোমার
প্রথম তাশের খেলা
অযোগ্য যায় সিংঙ্গাসনে
যোগ্যের অবহেলা,
চলে,যোগ্যের অবহেলা ।

তোমার খেলা বোঝা দায়
আমার পরান ধরপরায় ।

জন্ম দিলা মৃত্যু দিলা
আয়ূ তিন বেলা,
দিলা আয়ূ তিন বেলা
হঠাৎ এসে যায় চলে কেউ
থাকে সারা বেলা ।

তোমার খেলা বোঝা দায়
আমার পরায়ন ধরপরায় ।

বিয়ে স্বাদী ধন দৌলত
তুমিই বেঁধে দিলা
বিধি,তুমি বেঁধে দিলা
ভাবের ঘরে খেলছো বসে
পঞ্চ তাশের খেলা ।

তোমার খেলা বোঝা দায়
আমার পরান ধরপরায় ।

দেখে শুনে সাদাফে কয়
লাশের আবার মরার কি ভয়
তরাইয়া নিও তুমি
আমায় আখের বেলা
বিধি, আমায় আখের বেলা ।

তোমার খেলা বোঝা দায়
আমার পরান ধরপরায় ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন