সাদাফ হাসনাইন মানজুর ।
সোনালী বাশেঁর বুক চিড়ে
তুলে নেয় একাধিক বুক ।
বুকে মুখ উজ্জ্বল হবে
ভালবাসা সংসার সুখ হবে ।
সুখদ সময় তারে অন্ধকারে
ডেকে তুলে নেবে
বিশ্রম্ভালাপ হবে ।
সোনালী বেড়ার ফাঁকে
সোনা মুখ উঁকি দিয়ে থাকে ।
সুর্য্যকে পিঠে নিয়ে
ধারাবাহিক স্বপ্নের জাল
বুনে চলে সরল ছৈয়াল ।
দিন শেষে মহাজন গান গায়
মাইক্রো ঘরানায় ।
শুভংকরের ফাঁকে সরল ছৈয়াল ঠকে ।
সোনালী বাশেঁর বুক চিড়ে
তুলে নেয় একাধিক বুক ।
বুকে মুখ উজ্জ্বল হবে
ভালবাসা সংসার সুখ হবে ।
সুখদ সময় তারে অন্ধকারে
ডেকে তুলে নেবে
বিশ্রম্ভালাপ হবে ।
সোনালী বেড়ার ফাঁকে
সোনা মুখ উঁকি দিয়ে থাকে ।
সুর্য্যকে পিঠে নিয়ে
ধারাবাহিক স্বপ্নের জাল
বুনে চলে সরল ছৈয়াল ।
দিন শেষে মহাজন গান গায়
মাইক্রো ঘরানায় ।
শুভংকরের ফাঁকে সরল ছৈয়াল ঠকে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন