তুই বলছিস অল্প নিবি
আমায় দিবি অধিক
প্রেমে হয়না সিক্সটি-ফরটি
সমান হবে দু’দিক ।
উষ্ণতা তুই একাই দিবি ?
আমি দেবো আদ্রতা !
ভালোবাসার চাল চলনে
এটা নয়রে ভদ্রতা ।
আমার বুকের ব্যাথা ছুঁবি ,
সত্যি ছুঁবি তুই ?
তোকে ছুঁতে দিয়ে যদি
আমিও একটু ছুঁই ?
ছুঁতে দিবি তুই ?
ছুঁয়ে ছুঁয়ে আপন হবার
পদ্ধতিটা আদি
না ছুঁয়েই করনা চেষ্টা
হতে পারিস যদি ।
সকল ব্যাথা কুড়িয়ে নিবি
জীবন নদী পাড়ী দিবি
ভাসিয়ে তোর মন পবনের নাও ?
তুইতো নসরে ব্লটিং পেপার
দুঃখ চুষে করবি ডিনার ।
সব বেদনা একাই খাবি ?
আমরা যাবো ফাও !
শরৎ গেছে, দেনা যেতে
বিশ্বাষে রাখ আঁচল পেতে
ভোরের আগে ভরে যাবে
শুন্য আঁচলটাও ।
আমার, যা আছে সুখ
হিবাহ করে দেবরে তোর নামে
কিনতে চাইলে পাবিনে তুই
সাত পৃথীবির দামে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন