কথা ছিলো তুমি ষ্টেশানের শেষ গাড়ী’টার অপেক্ষায় থাকবে ।
দিনের ক্লান্তি নিয়ে, আমি ফিরে আসবো লোকাল ট্রেনে।
হাতে নিয়ে ফল মুল তেল চিনি আনাযের থলি।
হাপরের তাল,বেঁধে দিলে ঘামের জীবন
স্মৃতির চাতাল খুড়ে তুলে এনে বাজারের ফর্দ
ফুটপাথ ঘুরে ঘুরে কিনে নিয়ে ব্যাগে ভরি জরুরি সামান।।
মাফলারের উষ্ণতা গলায় ধরে, খুঁজে বসি জানালার পাশ।
খুক খুক কাশি বাড়ে, শরীরের তাপ, জ্বরের প্রকোপ ।
নাপা’র ক্ষমতা খায় কালাজ্বর রাত, হাড়ের কাঁপন।
বালিকা রাতের বুকে চোখ ফেলে দেখি হু হু করে
ছুটে চলে ঘর বাড়ি গ্রাম, গাছের মিছিল।
গোল চাঁদ আলো নিয়ে খেলা করে কুয়াশার দল।।
প্রহর বিলম্বে এলে ট্রেন, তোমাকে খুঁজি।
প্রিয় স্টেশানে, কথা ধরে বসে আছো একাকি উন্মুখ।
ক্ষণকালে বুঝে নেই, প্রিয় অপেক্ষার অভিমান নদীর উৎস হয়,
কিছু কিছু গাঢ় প্রেম ।
একে একে চলে গেলে সব, চিনে নিতে পথে নামি আমাদের গ্রাম।
শাপভীতু তুমি, পথের চিতল বুকে আমাকে হাঁটাও,
দূর পথ উড়ে আসে মহুয়ার ঘ্রান, বয়াতীর গান,
মন জুড়ে পড়ে থাকে কথার বাগান।
ভাবের কুশুম ফুটে উঁকি দিলে দেড়জোড়া মুখ
আনন্দ আকাশ দেখি বাবা আর বাবাই বুবাই।।
হঠাৎ নিস্তব্ধতা ভেঙ্গে গেয়ে উঠি.........
আজ আমি খবর পেলাম দখিনা বাতাসে......
আমাদের গল্প দেখে এই রাতে চাঁদ হাসে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন