শুক্রবার, ২৮ মার্চ, ২০১৪

ফড়িঙের বয়ান

আকাশ সুনীল বুকে
ফড়িং একাকী আমি, আনমনা।
সারাদিন উড়ে চলি মেলে দুই ডানা।
নামিতে চাইনা আমি আছি যেগো সুখে।

কোথাও বসিনা করি শুধু ওড়া উড়ি।
থাকিনা থিথু আমি ডানাওয়ালা ঘুড়ি।
ওপারে ঘর আমার আকাশের পরে।
নেবোনা কাউকে কখনো সঙ্গী করে

ইচ্ছেরা জোট বাঁধে সমবেত স্বরে।
কেমনে একাকি থাকি থাকিগো গোপন
নই পাপি তাপি সাদা ফড়িঙের মন।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন