সূর্যটা শুয়ে থাক মেঘের জাজিমে ।
দূর পথ হেঁটে যাব একাকী নির্জনে ।
ক্লান্তিকে দিয়ে দেবো গ্রীষ্মের ছুটি ।
দূর পথ হেঁটে যাব একাকী নির্জনে ।
ক্লান্তিকে দিয়ে দেবো গ্রীষ্মের ছুটি ।
রাজপথে, আড্ডায়, বাদে ও বিবাদে
ঘরে,অবসরে তুমি শুধু ধরে রেখো
ঐ মুখে সূর্যের হাঁসি ।
ঘরে,অবসরে তুমি শুধু ধরে রেখো
ঐ মুখে সূর্যের হাঁসি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন