মধ্যরাত মধ্যরাত করে, কতো যে
অপেক্ষ্যা করেছি !
পাইনি কখনো ।
ঘড়িতে বারোটা বেজে থাকে প্রতিদিন !
দিন রাত্রি সমান আমার
রাত্রি দিন সমান !
অপেক্ষ্যারা মরে গেলে
মধ্যরাত ফিরে যাবে একদিন
একাকী নির্জনে ।
শুধু আমাকে পাবেনা ।
আমাকে পাবেনা ।
কখনো পাবেনা ।
অপেক্ষ্যা করেছি !
পাইনি কখনো ।
ঘড়িতে বারোটা বেজে থাকে প্রতিদিন !
দিন রাত্রি সমান আমার
রাত্রি দিন সমান !
অপেক্ষ্যারা মরে গেলে
মধ্যরাত ফিরে যাবে একদিন
একাকী নির্জনে ।
শুধু আমাকে পাবেনা ।
আমাকে পাবেনা ।
কখনো পাবেনা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন