একদা বাতাস পড়ে পড়ে কাটীয়েছি সকাল বিকাল ।
দিনের রৌদ্রকে ছুঁয়ে , ছুঁয়ে গেছি জ্যোৎস্নার গাল ।
রাতের বিছানা জুড়ে দলে দলে জোনাকির ভির
সারারাত , ঘুম চোখে দেখে গেছি আলোর শরীর ।
দিনের রৌদ্রকে ছুঁয়ে , ছুঁয়ে গেছি জ্যোৎস্নার গাল ।
রাতের বিছানা জুড়ে দলে দলে জোনাকির ভির
সারারাত , ঘুম চোখে দেখে গেছি আলোর শরীর ।
নিস্তব্ধতা পাঠ শিখে , বহুবার পড়েছি বনের গহীন ।
কোথাও নেই , কখনো ছিলোনাতো সোনার হরিন ।
নিয়মিত দেখে দেখে জলের স্বভাব , ভেঙ্গেছি কঠিন ।
জেনেছি মাটির কাছে রয়ে গেছে মানুষের ঋন ।
মহা পাঠশালা , আমি কীটাধম অতীব নগন্য ।
বড় মমতায় জানি , আমাকে পড়ায় গভীর অরণ্য ।
তোমাকে পড়িনি কোন কালে , পড়িনি তা সত্য ।
প্রকৃতি পড়েছি শুধু , প্রকৃতিই প্রকৃত সাহিত্য ।
কোথাও নেই , কখনো ছিলোনাতো সোনার হরিন ।
নিয়মিত দেখে দেখে জলের স্বভাব , ভেঙ্গেছি কঠিন ।
জেনেছি মাটির কাছে রয়ে গেছে মানুষের ঋন ।
মহা পাঠশালা , আমি কীটাধম অতীব নগন্য ।
বড় মমতায় জানি , আমাকে পড়ায় গভীর অরণ্য ।
তোমাকে পড়িনি কোন কালে , পড়িনি তা সত্য ।
প্রকৃতি পড়েছি শুধু , প্রকৃতিই প্রকৃত সাহিত্য ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন